শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

জীবননগরে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১৬:৪৪

আপডেট: ২১ আগস্ট, ২০২৫ ১৭:০১

শেয়ার

 জীবননগরে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগরে দৃষ্টিনন্দন ‘মহান আল্লাহ ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’-এর নাম খচিত ইসলামী ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

বৃ্হস্পতিবার দুপুরে ভাস্কর্যটি উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জহিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস।

জীবননগর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন হয়।

জানা যায়, জীবননগর পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে বাসস্ট্যান্ড চৌরাস্তায় মহান আল্লাহ তায়ালা ও হজরত মুহাম্মদ (সা.)-এর নামে একটি ভাস্কর্য নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণের দায়িত্ব পায় মেসার্স ফাতেমা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সুন্দর সুনিপুণ কারুকাজসহ রংবেরঙের আলোয় আলোকিত ভাস্কর্যটি নির্মাণ করতে সময় লাগে ৪ মাস। ভাস্কর্যে লেখা রয়েছে ‘আল্লাহু’ও ‘মুহাম্মদ’র নাম। রাতে আলোর ঝলকানিতে এর সৌন্দর্যে যোগ হয়েছে নতুন মাত্রা।

এদিকে ইতোমধ্যে ভাস্কর্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নব নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্যবর্ধন করায় খুশি স্থানীয়ারা।

সংশ্লিষ্টরা জানান, মহান ‘আল্লাহু’ও ‘মুহাম্মদ’(সা) এর উপর শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটির আলোকসজ্জায় আলোকিত হয়েছে পুরো এলাকাটি। যা অনেক দূর থেকে সড়কে চলাচলকারীদের নজরে পড়বে।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, পূর্বের স্থাপনা টি ভেঙ্গে যাওয়ার পরে জীবননগর বাসি একটি ইসলামিক ভাস্কর্যের দাবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে খুব সুন্দর নজরকাড়া একটি ইসলামিক ভাস্কর্য তৈরা করা হয়েছে। এজন্য জীবননগর পৌর প্রশাসক কে ধন্যবাদ জানাই।

সাংবাদিকরা ব্যাস্ত জীবননগর বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের দাবি জানালে তিনি বলেন, এই বিষয়ে জেলা পুলিশ সুপারের সাথে কথা বলা হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে এখানে ট্রাফিক পুলিশ থাকবে।



banner close
banner close