চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মেয়াদোত্তোর্ণ, অনুনোমোদিত শিশুখাদ্য ও নিন্মমানের পণ্য বিক্রির অভিযোগে দুইটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা বাজারে অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান শেষে তিনি বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা বাজারে মুদি, জ্বালানী গ্যাস, সার-বীজ ও নিত্যপণ্যের দোকান তদারকি করা হয়। বিক্রেতা মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা তা খতিয়ে দেখা হয়।
মাহমুদুল হাসান বলেন, মেয়াদোত্তোর্ণ ম্যাগনেসিয়াম ফসপেট বিক্রয় করার অপরাধে মেসার্স আব্দুল বারী স্টোরর সত্ত্বাধিকারী আব্দুল বারীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফাতেমা স্টোরের সত্ত্বাধিকারী আব্দুর রহমানকে- মেয়াদোত্তোর্ণ, অনুনোমোদিত শিশুখাদ্য এবং নিন্মমানের পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুসারে ৩০ হাজার টাকা জরিমান করা হয়।
তিনি আরও বলেন, ফাতেমা স্টোরের মালিককে অনুনোমোদিত শিশুখাদ্য এবং নিন্মমানের পণ্য বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী মাসে ফের মনিটরিং করা হবে। যদি আবারও অনিয়ম করেন তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে সহায়তা করেন- আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহাফুজ রহমান, ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আরও পড়ুন:








