শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

জীবননগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ২০:০৮

শেয়ার

জীবননগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ছবি সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকেলে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত এ অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্ত্বরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি- মোঃ আনোয়ার হোসেন খাঁন খোকন। আর প্রধান বক্তা হিসাবে বক্তব্য উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপ্পতি মোঃ শাহজাহান কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী,

জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দীন (ময়েন), জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফি উদ্দীন, জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির ইকবাল ঠান্ডু, জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।

জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ এখলাছুর রহমান রাসেল ও জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোঃ আবু তালেব ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফ আলী।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

বর্তমানে এস এম জিলানী সভাপতি ও রাজিব আহসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।



banner close
banner close