মানিকগঞ্জের হরিরামপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
২০ আগস্ট দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার ঝিটকা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন মিয়া।
কেন্দ্র ঘোষিত এ অনুষ্ঠানের শুরুতেই গালা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঝিটকা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এসে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহ্বায়ক নাদিম হোসেন টুয়েল, যুগ্ন আহবায়ক রিপন হোসেন রিপন হোসেন, সাদ্দাম হোসেন রনি, সদস্য এনামুল হক সেকেন্দার, শহিদুল ইসলাম ভুট্টো, কৃষ্ণ রাজবংশী রাজবংশী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আওলাদ হোসেন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পেয়ারা ও গালা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলাল হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








