শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

লোহাগাড়ায় ১১ মাসের সাফল্য: অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১৪:০৯

শেয়ার

লোহাগাড়ায় ১১ মাসের সাফল্য: অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের লোহাগাড়ায় গত ১১ মাসে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৮৪১ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র-গুলি।

জানা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মাদক মামলায় ২১৩ জন, অস্ত্র মামলায় ১৬ জন, জিআর ও সিআর সাজা ওয়ারেন্ট আসামি ২০ জন, জিআর ও সিআর ওয়ারেন্ট মামলায় ১৪৩ জন, নিয়মিত মামলায় ৩৩০ জন ও ১৫১ ধারায় ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ২৭টি এলজি, ২টি রাইফেল, ১টি গ্যাসগান, ৯১ রাউন্ড কার্তুজ-গুলি ও ১৬টি দা, ১০টি ছোরা, ৩টি কিরিচি, ১টি শাবল, ১৪২টি মোবাইল সেট, ১৪টি গরু, ১১ ড্রাম তেল, ১ কয়েল তামার তার, ৭টি সিএনজি টেক্সি, ৫টি মোটরসাইকেল, ১টি রিকশা, ১০টি ব্যাটারি, ২০০ কেজি রেললাইনের লোহার বিট, ৪ ভরি ৭ পয়েন্ট স্বর্ণ, নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও ১৫ হাজার জাল টাকার নোট।

স্থানীয়রা জানান, লোহাগাড়ায় পুলিশের টানা অভিযানে অপরাধ দমনে আশার আলো দেখছে স্থানীয় জনপদ। তবে আরো টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এসব অপরাধের শিকড় উপড়ে ফেলা সহজ হবে না। পুলিশের এমন তৎপরতায় অপরাধীরা গা ঢাকা দিতে শুরু করেছে। বিশেষ করে মহাসড়ক ও পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গত এগারো মাসে ধারাবাহিকভাবে সফল অভিযান চালিয়ে ৮৪১ জন আসামি গ্রেপ্তার করেছি। বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছি।

ওসি আরও বলেন, এসব অভিযান এলাকাবাসীর সহযোগিতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। লোহাগাড়ায় কোনো অপরাধী গোষ্ঠীকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। আমাদের অভিযান চলমান থাকবে এবং আরো জোরদার করা হবে বলেও জানান ওসি।



banner close
banner close