শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভার্কের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ০৭:৪৪

শেয়ার

ভোলাহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভার্কের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান
বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি আর্থিক সহায়তা প্রদান করেছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) সোমবার (১৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য উপজেলার উচ্চ মাধ্যমিক স্তরের ২৩ জন মেধাবী শিক্ষার্থী ভার্ক সদস্য পরিবারের সন্তানদের মাঝে মোট ১৫ লাখ ৪৮ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের জন্য উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ১৪৬ জন এবং প্রথম বর্ষের ৫৩ জন শিক্ষার্থীকে মাসিক এক হাজার টাকা হারে এক বছরের জন্য বৃত্তি দেওয়া হয়। এই বাবদ মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

অর্থ প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। সময় ইউএনও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে আর্থিক সংকটে পড়া পরিবারগুলোকে সহায়তা করতেই বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের লক্ষ্য করে বলেন, “ বৃত্তির অর্থ শুধু পড়াশোনায় কাজে লাগাতে হবে। তোমাদের সফলতাই দেশের উন্নয়নের চালিকা শক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসিম উদ্দিন, ভার্ক ভোলাহাট এরিয়া সহকারী পরিচালক মো. আরিফুজ্জামান, শাখা ব্যবস্থাপক মোসাঃ লাকী খাতুন, ভার্ক শাখার হিসাবরক্ষক সুজন কুমার এবং ভার্ক উপজেলা সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুন। তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা প্রদান ভার্কের অন্যতম লক্ষ্য। ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করবে এবং মেধাবীরা দেশের সম্পদে পরিণত হবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা আনন্দ প্রকাশ করে বলেন, এই আর্থিক সহায়তা তাদের পড়াশোনার পথ সহজ করবে। অনেক পরিবার আর্থিক সংকটে ভুগলেও বৃত্তি সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে বড় ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, গ্রামীণ শিক্ষার্থীরা আর্থিক কারণে যাতে লেখাপড়ায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই ভার্ক দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম চালিয়ে আসছে। শিক্ষার মানোন্নয়নে ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।



banner close
banner close