সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড টাঙানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সম্প্রতি বেলকুচি পৌর এলাকার চালা মহল্লায় অবস্থিত আওয়ামী লীগের দোতলা কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার সাইনবোর্ড লাগানো হয়। তবে একই ভবনের একপাশে এখনো বিএনপির সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ২০১৭ সালে ভবনটি নির্মাণ করেন। গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। পরদিন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নেতৃত্বে সেখানে বিএনপির সাইনবোর্ড লাগানো হলেও কার্যক্রম পরিচালনা করা হয়নি। সম্প্রতি ওই কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড টাঙানো হয়।
বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বলেন, ‘ওই ভবনে বিএনপির সাইনবোর্ড লাগানো থাকলেও তারা বসেনি। এখন বাংলাদেশ প্রেস ক্লাব নামে একটি সংগঠনের সাইনবোর্ড লাগানো হয়েছে এবং তারা সেখানে বসছে বলেও শোনা যাচ্ছে। তবে এই সংগঠনের সঙ্গে মূলধারার কোনো সাংবাদিক জড়িত নন।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল দাবি করেন, জায়গাটি তাদের পৈত্রিক সম্পত্তি। তিনি বলেন, ‘২০০৯ সালের আগে এখানে বিএনপির কার্যালয় ছিল। পরবর্তীতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস ভবন নির্মাণ করে সেটি দখল করেন। সাইনবোর্ড লাগানো হলেও আমরা সেখানে বসিনি। ভবনটি আওয়ামী লীগের নির্মিত।’ তবে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড কে লাগিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
এ বিষয়ে জানতে বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আরও পড়ুন:








