শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫ ১১:৪৩

শেয়ার

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে জেলা সদরের কিরণগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল গ্রামের মাঝেরপাড়ার আজম আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিরণগাছি গ্রামের সড়কে শিশু সন্তানকে নিয়ে হেটে যাচ্ছিলেন মাছুরা। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়লে ইজিবাইকের চাকা তার পেটের উপর দিয়ে চলে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় মাছুরাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাছুরার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে যায়। তবে ইজিবাইকটি জব্দ করেছে স্থানীয়রা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘ওনাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে রাজশাহী যাবার প্রস্তুতিকালেই তিনি মারা যান।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ‘ইজিবাইকের ধাক্কায় একজন নারীর মৃত্যুর ঘটনা জেনেছি। ঘটনাটি ঘটেছে দর্শনা থানাধীন এলাকার মধ্যে। মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’



banner close
banner close