শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

জাতীয় মৎস্য সপ্তাহে শিবগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১৪:৩৯

আপডেট: ১৮ আগস্ট, ২০২৫ ১৪:৪০

শেয়ার

জাতীয় মৎস্য সপ্তাহে শিবগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা, উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

এবারের প্রতিপাদ্য ছিলো, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। সোমবার থেকে আগামী আগামী রবিবার পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মো. সব্দুল মান্নান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ‘বাংলাদেশ আজ মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশগুলোর কাতারে। আমরা অপার সম্ভাবনাময় সমুদ্র জয় করেছি। তবে এখনও পর্যাপ্ত পরিমাণে মাছ চাষ হচ্ছে না। দেশের প্রতিটি জলাশয়কে কাজে লাগাতে হবে। আমরা চীনকে পিছনে ফেলে মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছি। তাই প্রত্যেকের উচিত পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ে মাছ চাষে উদ্যোগী হওয়া।’

তিনি আরও বলেন, ‘অভয়াশ্রম গড়ে তোলার মাধ্যমে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ সম্ভব হবে। পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে কৃষক ও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহম্মদ আবদুৎ তোয়াব এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহদাত হোসেন।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য মাছ চাষি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অনুষ্ঠানে যোগ দেন। আলোচনা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল মাছ চাষিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।



banner close
banner close