শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ১১:৫০

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করে আওয়ামী লীগের একজন কর্মী। এতে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে রূপ নেয়। এতে শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন রিপন, সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার, সারোয়ার জাহান সুজন, সাবেক সদস্য তুষারসহ বিনোদপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ মুর্শেদ, আলামিন, জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নামের সংগঠনটি আজ দেশ ও গণতন্ত্রের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তারা ১৫ আগস্টকে কেন্দ্র করে নানা বিতর্কিত কর্মসূচি পালন করলেও প্রশাসন নীরব থাকে। অথচ দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে বিএনপি ও খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খালেদা জিয়াকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

এ সময় নেতৃবৃন্দ বর্তমান সরকারের কর্মকাণ্ডেরও তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও খালেদা জিয়ার সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল নেতারা।



banner close
banner close