আজ রবিবার নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে অবৈধ বালি উত্তোলন কার্যক্রম বন্ধ করেছে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালি উত্তোলন চলছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল।
সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় চর এলাকায় ব্যাপকভাবে বালি খননের প্রক্রিয়া চোখে পড়ে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেনা সদস্যরা বালি উত্তোলনে ব্যবহৃত সাকশন পাইপগুলো সরিয়ে ফেলে এবং ড্রেজারগুলো অপসারণ করে। পরবর্তীতে স্থানটি পরিদর্শন করে নিরাপদ ঘোষণা করা হয়।
এ সময় এলাকাবাসী সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, ‘অবৈধভাবে বালি উত্তোলনের কারণে আমাদের জমি ও ঘরবাড়ি হুমকির মুখে ছিল। সেনাবাহিনীর এ তৎপরতায় আমরা স্বস্তি পেয়েছি।’
উল্লেখ্য, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও নিয়মিতভাবে নজরদারি চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর মতে, এ ধরনের অভিযান নদী ও প্রকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:








