মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম. সোহেল রানা রোববার সন্ধ্যায় আটকের বিষয় নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মো. ইকবাল হোসেন কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রায়পুর ভাটাবালী গ্রামের মো. জুলফিকার আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. ইকবাল হোসেনের নামে চাদাঁবাজিসহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। রবিবার বিকেলে কালকিনি উপজেলা চত্বর হতে তাকে আটক করে থানা পুলিশ।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. সোহেল রানা জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা ও উপজেলা শাখার সহসভাপতি মো. ইকবাল হোসেনের নামে মামলা রয়েছে। তাকে কালকিনি উপজেলা পরিষদের সামনে হতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে প্রেরন করা হবে।
আরও পড়ুন:








