ঝিনাইদহের শৈলকুপায় ভ্যানভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০ জন।
রোববার ১১ ঘটিকার সময় উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,শনিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মাঝে হাতহাতি হয়। তারা দুজন ধাওড়া গ্রামের আইয়ুব মন্ডল ও স্বপন মন্ডলের সামাজিক দলের সমর্থক।
এ ঘটনায় রোববার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেলে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাই নাই।অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








