শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

যশোরে ভারতীয়সহ তিন বাংলাভাষীকে ঠেলে পাঠাল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ০৭:৩৫

শেয়ার

যশোরে ভারতীয়সহ তিন বাংলাভাষীকে ঠেলে পাঠাল বিএসএফ
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতে এক ভারতীয় নাগরিকসহ তিন বাংলাভাষীকে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শুক্রবার রাত ৩টায় ভারতের মোস্তফাপুর সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা তাদের পুশইন করেন।

আটক ব্যক্তিরা হলেনখুলনার ডুমুরিয়া উপজেলার শেখপাড়ার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) তাঁর ভাই সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)

শার্শা থানা সূত্রে জানা যায়, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে টহল দেওয়ার সময় সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজনকে আসতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা জানান, বিএসএফ তাদের তারকাঁটা পার করে এপাশে পাঠিয়েছে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ফেরত আসা শাহিন শেখ জানান, দীর্ঘদিন তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। আগস্ট সেখানকার পুলিশ তাদের ধরে সীমান্তে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। গত কয়েক দিন বিএসএফের ক্যাম্পে আটক ছিলেন। শুক্রবার রাত ৩টার দিকে তাদের সীমান্তের পাশে পার করে দেয়। পরে পুলিশ তাদের আটক করে। ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে চিনি না। বিএসএফ ক্যাম্পে তার সঙ্গে আমাদের দেখা হয়।

শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, শালকোনা সীমান্ত দিয়ে পুশইনের বিষয়টা আমাদের জানা নেই।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, রাতে সীমান্ত দিয়ে আসা তিনজনকে পুলিশ আটক করেছে। বাংলাদেশি দুজনকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থা গ্রহণ করেছে। ভারতীয় নাগরিককে যশোর আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close