শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৮:৫৭

আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ ১৮:৫৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ২৫
ছবি বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে দুইগোষ্ঠির ব্যাপক সংঘর্ষে হয়, এতে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা যায়।

শনিবার উপজেলার হাজীপুর এলাকায় সকাল ১০ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়,বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন নির্বাচনী আসন বিন্যাস নিয়ে ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে গত তিনদিন আগে অক্ষি গোষ্টির দানা মিয়া গত বুধবার রাতের অন্ধকারে আরজু মিয়া নামে একবৃদ্ধকে মারধর করে। এরই জেরে শনিবার সকালে অক্ষি গোষ্টি ও পাঠান গোষ্ঠির মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। তবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান - ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থানায় কেউ কোনো পক্ষ'ই অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে গণমাধ্যম কে জানান।



banner close
banner close