শনিবার আনুমানিক ভোর চার টার দিকে চুয়াডাঙ্গা জেলার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামের যুবক জহিরুল ইসলাম আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ আত্ম হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কি কারনে এ আত্মহত্যার ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি। এদিকে বেলা দুই টার দিকে পুলিশ কর্মকর্তাদের সহজগিতায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে অসহায় দারিদ্র বাবা মোসলেম বারবার মুর্ছা যাচ্ছেন। জহিরুলের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত জহিরুল পেশায় ছিলেন দিনমজুর। নিজেদের কোনো জমি জমা না থাকায় অন্যের জমিতে কাজ করে সংসার চালাতে হতো। প্রতিদিনের ন্যায় আজও সকালে অন্যের জমিতে কাজ করতে যাওয়ার কথা থাকলেও সকালে মৃত জহিরুলের স্ত্রী জহিরুলে গলায় দড়ি দেখে চিৎকার করে লোকজন জড়ো করে। প্রত্যক্ষদশী ও আশেপাশের লোকজন জানান আত্মহত্যা ঘটানোর মত কোন কিছু আমরা লক্ষ্য করিনি। তবুও কেন এমন হলো বুঝতে পারছি না।
আরও পড়ুন:








