শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

নারায়ণগঞ্জে ডাকাতির চেষ্টাকালে নিজের ছুড়া হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত, আহত দুই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৪:৪০

শেয়ার

নারায়ণগঞ্জে ডাকাতির চেষ্টাকালে নিজের ছুড়া হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত, আহত দুই
ছবি: বাংলা এডিশন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার আঘাতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে আরো দুই ডাকাত।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ডাকাতরা মেঘনা নদীতে নৌপথে এসে কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। সময়ে এক ডাকাত হাত বোমা ছুড়লে সেই বোমার বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে পড়লে পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। নিহত আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।



banner close
banner close