শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ভোলাগঞ্জে সাদাপাথর লুট ও বহনের অভিযোগে পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৩:৫৫

শেয়ার

ভোলাগঞ্জে সাদাপাথর লুট ও বহনের অভিযোগে পাঁচজন আটক
সাদাপাথর লুট ও বহনের অভিযোগে পাঁচজন আটক।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে পাথর লুট বহনের অভিযোগে জনকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আটকৃতরা হলেন- কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া পিচ্চি কামাল, কালাইরাগ গ্রামের কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ, নাজিরেরগাওয়ের মৃত মনফর আলী ছেলে মো. আবুল কালাম, লাছুখালের শহীদ মিয়ার ছেলে ইমান আলী জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে ইমান আলী জাহাঙ্গীরকে পাথরভর্তি ট্রাকসহ আটক করা হয়। অন্যদের পাথর লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাথরবাহী ট্রাকসহ জন কালাইরাগ থেকে জনকে আটক করা হয়েছে। তাদেরকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট চুরির ঘটনায় এক হাজার ৫০০ জনকে আসামি করে গতকাল শুক্রবার রাতে মামলা করা হয়েছে। বিএমডির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব মামলা দায়ের করেন। মামলার এজাহারে খনি খনিজসম্পদ (নিয়ন্ত্রণ উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা () () এবং খনি খনিজসম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩ () লঙ্ঘিত করার অভিযোগ আনা হয়। এতে বলা হয়, দুষ্কৃতকারীরা গত বছরের আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি হতে অবৈধ অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করে, যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।



banner close
banner close