শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

কুড়িগ্রাম যাচ্ছেন শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ১৭:৫২

শেয়ার

কুড়িগ্রাম যাচ্ছেন শিবির সভাপতি
ছবি সংগৃহীত

বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কুড়িগ্রাম যাচ্ছেন। শনিবার (১৬ আগস্ট) সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহারাণী স্বর্ণময়ী (এমএস) স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবিরের জেলা সভাপতি জানান, উলিপুর উপজেলা থেকে ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন। ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ নামে একটি সংগঠন আয়োজিত এই অনুষ্ঠানে ‘এ প্লাস’ প্রাপ্ত উপজেলার দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও ষষ্ঠ থেকে দশম শ্রেণি পড়–য়া সিঙ্গেল ডিজিট রোলধারী (এক থেকে নয়) প্রায় চার হাজার শিক্ষার্থীকে অনুপ্রেরণা সংবর্ধনা দেওয়া হবে।

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘উলিপুর উন্নয়ন ফোরামের’ সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী।

ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘কেন্দ্রীয় সভাপতি সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুপুরে উপজেলার দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় করবেন। এরপর তিনি রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন।’



banner close
banner close