শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ভোলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ১৩:২৬

শেয়ার

ভোলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে প্রায় ২দিন বন্ধ থাকার পর ভোলার ১২টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে ছিলো ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ অন্যান্য নৌরুট।

শুক্রবার ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো.জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। ফলে শুক্রবার বেলা ১১টা থেকে ভোলার ১২টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে।’



banner close
banner close