শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ০০:০২

শেয়ার

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১৭
ছবি সংগৃহীত

ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপিতে ৫৮ বিজিবির হাতে আটক হন তারা।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিন পুরুষ এবং চার নারীকে আটক করা হয়। তারা সকলেই বাংলাদেশের নাগরিক এবং তাদের বাড়ী নড়াইল ও খুলনা জেলায়।

অপরদিকে, আজ দুপুর সাড়ে ১২টায় কুমিল্লাপাড়া বিওপির জিনজিরাপাড়া গ্রামের সীমান্তে ৬ জন পুরুষকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বাড়ী যশোর জেলায়।

এরপর, দুপুর ১টার সময় খোসালপুর বিওপির খোসালপুর গ্রামের মাঠের মধ্য হতে চার নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।



banner close
banner close