গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী এরশাদ মিয়ার দাবি।
খোঁজ নিয়ে জানা যায়, খোর্দ্দ পাটানোছা গ্রামে মৃত সাইদুর রহমান বাবুর ছেলে এরশাদ মিয়া তার বাড়ির সামনের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। এরই মধ্যে প্রতিবেশী এক পরিবারের লোকজন তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এরই জেরে বুধবার রাতের কোনো এক সময়ে এরশাদ মিয়ার পুকুরে বিষপ্রয়োগ করে ২/৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা।
এ বিষয়টি নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত এরশাদ আলী বলেন, লাভের আশায় আমার পুকুরে এবার প্রায় ২০ মণের বেশি পরিমাণ পোনা ছেড়েছিলাম। তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির এই মাছগুলো ইতিমধ্যে বড় হচ্ছিল। এ অবস্থায় প্রতিপক্ষরা আমার পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সবুর মিয়া বলেন, পুকুরের বিষপ্রয়োগ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন:








