শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৫ ১৩:৫৬

শেয়ার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস মো. আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার ওসি আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় অনেক ছা্ত্র ও জনতা আহত হন। এ ঘটনায় গাজী কিরণ নামের এক ব্যক্তি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।



banner close
banner close