শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

কেরানীগঞ্জে কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৯:৫৩

শেয়ার

কেরানীগঞ্জে কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান
ছবি বাংলা এডিশন

দক্ষিণ কেরানীগঞ্জে কৃষি জমি ভরাটে ব্যবহৃত একাধিক অবৈধ ড্রেজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত করে বন্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় রাজনৈতিক নেতা ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী উপস্থিত থেকে সহায়তা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গোপনভাবে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনসাধারণের সহায়তায় সব ড্রেজার জব্দ করে কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এ সময় উপস্থিত কৃষকরা জানান, ড্রেজার দিয়ে বালু ভরাটের কারণে জমির উর্বরতা নষ্ট হয়ে ফসল উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছিল। তারা উপজেলা প্রশাসন ও অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, “যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকব। প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে এমন অপকর্ম রোধ করা সম্ভব। কৃষকের জমি রক্ষা ও জীবিকা সুরক্ষা আমাদের অঙ্গীকার।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, “ড্রেজার দিয়ে কৃষিজমি ভরাটের ফলে জমি ও পরিবেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”



banner close
banner close