চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই একটি ট্রাক দূর্ঘটনায় চালক সোহাগের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালশার গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বালু নিয়ে কুষ্টিয়া থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় নিগার সিদ্দিক কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে চালক সোহাগ ঘটনাস্থলেই প্রাণ হারান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, চালক সোহাগ মূলত হেলপার। দুর্ঘটনার সময় তিনিই ট্রাক চালাচ্ছিলেন। মরদেহ পরিবারের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








