শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

রেল অবরোধ প্রত্যাহার, ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৭:১৮

শেয়ার

রেল অবরোধ প্রত্যাহার, ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি বাংলা এডিশন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ ঘণ্টার অবরোধের পর সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে রেলপথ মুক্ত করে দিয়েছেন। এতে পুনরায় চালু হয়েছে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দিলে অবরোধ প্রত্যাহার হয়। তবে আন্দোলনকারীরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালেও যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ একযোগে অবরোধ করার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ বন্ধ রেখে বিক্ষোভ করেছি। আগামীকাল যমুনা সেতু পশ্চিমে ঢাকা-উত্তরাঞ্চল রেল ও সড়কপথ একযোগে অবরোধ করা হবে।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন জানান, বিকেল ৩টা থেকে রেল চলাচল শুরু হয়েছে। তবে ৬ ঘণ্টা বন্ধ থাকার কারণে সিডিউল বিপর্যয় ঘটেছে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগবে।

অবরোধের কারণে উভয়প্রান্তে আটকে ছিল ৮টি ট্রেন, যেগুলো হলো:

ঈশ্বরদীতে খুলনা থেকে আসা চিত্রা এক্সপ্রেস

ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস

শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস

লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস

টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস

জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস

ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস

চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন



banner close
banner close