নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লাকি আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শিমরাইল মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাকি আক্তার ওই এলাকার রুবেল মিয়ারের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, গৃহবধূর স্বামী বিভিন্ন স্থানে কাজের জন্য যাতায়াত করায় তিনি প্রতিবেশী নিরব নামের এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং তার বাসায় যাতায়াত করতেন। গত রাতে নিরব তার বাসায় অবস্থান করছিল। বুধবার সকালে ঘরের ভেতরে লাকি আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, নিহত লাকি আক্তারের সঙ্গে নিরবের পরকীয়া সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার সঙ্গে তার প্রেমিক জড়িত থাকতে পারে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। বিস্তারিত তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
অপরদিকে, ডিএনডি লেকে থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহও উদ্ধার করা হয়েছে। তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








