শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৬:০০

শেয়ার

সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় রাষ্ট্রীয় পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুর থেকে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এই অভিযান চলছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে দুদক ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়।



banner close
banner close