ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিক্রির অপরাধে সুমী বেগম নামে এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) সকালে এ দণ্ড প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
আদালত সূত্র ও এলাকাবাসী জানায়, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী সুমী বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার স্বামীও এ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
মঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তিনি মাদক বিক্রির কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন।
আরও পড়ুন:








