মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১ জন পুরুষ ও ৩ জন নারীসহ চারজন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দারিয়াপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—যশোর কোতোয়ালি থানার মৃত মশিয়ার রহমানের ছেলে তাহাজ্জেল হোসেন (৩৫), সাতক্ষীরার কালিগঞ্জ থানার হারান সরকারের স্ত্রী সুলতা সরকার (৪২), সাতক্ষীরার শ্যামনগর থানার মহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা (৩৫) এবং মাদারীপুরের রাজৈর থানার ধ্রুব বারুরীর স্ত্রী তৃপ্তী বারুরী (৩৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন রোগের চিকিৎসার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাজা ভোগ শেষে বুধবার সকালে বিএসএফ দারিয়াপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “চারজনকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশের ভেতরে পাঠিয়েছে। তাদের থানায় আনা হয়েছে। নাগরিকত্ব যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








