শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

বাগাতিপাড়ায় ঘুমন্ত শিশুকে সাপে কামড়ে মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:৪২

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:৪৪

শেয়ার

বাগাতিপাড়ায় ঘুমন্ত শিশুকে সাপে কামড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সাব্বির হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের সাত্তার আলীর ছেলে। সে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নওপাড়া কেন্দ্রের শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পিতা-মাতার মাঝে একই বিছানায় ঘুমিয়ে ছিল সাব্বির। হঠাৎ বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিলে শিশুটি চিৎকার করে ওঠে। কান্নার শব্দে পিতা জেগে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেখতে পান জানালা দিয়ে সাপটি বেরিয়ে যাচ্ছে।পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সাব্বিরের মৃত্যু হয়। ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।



banner close
banner close