শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিংগাইরে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:৩৪

শেয়ার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিংগাইরে মানববন্ধন
ছবি সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের সব সাংবাদিক হত্যার বিচার, বিশেষ করে সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ভাষা শহিদ রফিক সড়কে এ মানববন্ধন হয়। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা। বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়ন ঘটলেও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার বড় উদাহরণ। তুহিন হত্যার ঘটনা প্রমাণ করেছে, সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। প্রকাশ্যে একজন সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা কেবল ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি গোটা সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত।

তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা টিভির রেজাউল করিম, ৭১ টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, আই টিভির আ. গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, নববানীর কামরুল হাসান, দৈনিক ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিবসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।



banner close
banner close