শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সাভারে ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:২৪

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:৩২

শেয়ার

সাভারে ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন
ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত আসন পুনর্বিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকালে সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় কয়েকশ বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা মানববন্ধনে অংশ নেন। হাতে হাত রেখে তারা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা-১৯ আসনের সাথেই থাকতে চাই। ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তি হলে আমাদের দুর্ভোগ বাড়বে। আমরা অতীতে যেমন ঢাকা-১৯ আসনের অন্তর্ভুক্ত ছিলাম, ভবিষ্যতেও তাই থাকতে চাই।”

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক এবং বিরুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করা হবে। এ বিষয়ে তারা বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও সাবেক সদস্য সচিব মনিরুল হক।

বক্তারা জানান, ঢাকা-২ আসনে অন্তর্ভুক্তি হলে প্রায় সাত লাখ মানুষের ভোগান্তি বাড়বে।



banner close
banner close