বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক জনাব এস এম আসলামকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক গত ৭ আগস্ট তারিখে আটক করা হয়েছে।
শ্রমিক সংগঠনগুলোর দাবি, এই আটক আদেশ সম্পূর্ণ অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এস এম আসলামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে প্রচার চালানো হয়েছে, যা একজন শ্রমিক নেতার জন্য অপমানজনক ও হেনস্তার শামিল বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন এক যৌথ বিবৃতিতে জানায়, ‘আমরা অন্যায়ভাবে একজন দায়িত্বশীল শ্রমিক নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি, অপমান ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এস এম আসলামের বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
তারা আরও বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, জনাব আসলামের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ তুলে নিয়ে তার আটকাদেশ বাতিল করা হোক এবং তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান করা হোক। অন্যথায় দেশের ট্যাংকলরী শ্রমিকরা তার মুক্তির দাবিতে আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।’
শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি এস এম আসলামের মুক্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয়া হয়, তবে তারা দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। এতে সড়কপথে তেল পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:








