শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

জাজিরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১০:০৩

শেয়ার

জাজিরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলার জাজিরা থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন পাচ্চর এলাকার লক্ষ্মীকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বাংলা এডিশন কে জানান, ‘এটি অত্যন্ত স্পর্শকাতর ও ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাই এবং অভিযুক্তকে ধরতে ব্যাপক তৎপরতা চালাই। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জাজিরা থানা পুলিশ।’

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাককে বুধবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন মাইনুল ইসলাম ।



banner close
banner close