শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করলেন নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত

বাগেরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৯:৫৭

শেয়ার

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করলেন নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত
ছবি বাংলা এডিশন

নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত মি. থিজস উডস্ট্রা (Mr. Thijs Woudstra) বাগেরহাটের রামপাল উপজেলার জলাবদ্ধতা নিরসনে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তিনি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় ডরের খাল এলাকায় যান। এসময় সিএসএস আভা সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সলিডারাইড প্রোগ্রাম অফিসারসহ অন্যান্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ওই এলাকায় ১.৩ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হয়েছে, যা জলাবদ্ধতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, এনজিও স্থানীয় কৃষকদের মৎস্য ঘের এবং সবজি চাষের প্রকল্পে সহায়তা প্রদান করছে।

ডেপুটি রাষ্ট্রদূত এসব প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয় ৪০-৫০ জন সুবিধাভোগী কৃষক ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা জলাবদ্ধতা সমস্যার সমাধানসহ কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে সহায়তা পাচ্ছেন।



banner close
banner close