শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

কিডনি প্রতিস্থাপনে সহায়তা চান ভ্যানচালক সাহাদত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৮:২২

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৩:৩৮

শেয়ার

কিডনি প্রতিস্থাপনে সহায়তা চান ভ্যানচালক সাহাদত
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার শান্তিপাড়া মহল্লার বাসিন্দা ভ্যানচালক সাহাদত হোসেন জীবন বাঁচাতে সবার সহযোগিতা কামনা করেছেন। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর জানা যায়, তার দুটি কিডনি সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে।

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে শ্যামলী কিডনি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা জানান, বাঁচতে হলে কিডনি প্রতিস্থাপন অপরিহার্য। বর্তমানে তিনি চুয়াডাঙ্গায় ডায়ালাইসিস নিচ্ছেন।

কিডনি প্রতিস্থাপনের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।

সাহাদতের দুই কন্যার বয়স যথাক্রমে ছয় ও চার বছর। বাবার চিকিৎসার জন্য তারা সকলের সহানুভূতি ও সহযোগিতা প্রার্থনা করেছে।

সহায়তা পাঠানোর ঠিকানা:

ইসলামী ব্যাংক, দর্শনা শাখা-অ্যাকাউন্ট নম্বর: 20507300200141812

যমুনা ব্যাংক, দর্শনা শাখা-অ্যাকাউন্ট নম্বর: 1101005312126

বিকাশ নম্বর: 01835854533



banner close
banner close