শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি:

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৭:৪৬

আপডেট: ১২ আগস্ট, ২০২৫ ১৭:৪৮

শেয়ার

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত
ছবি বাংলা এডিশন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের পেছনে ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী এলাকায় গোবিন্দগঞ্জ–দিনাজপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে ও পিয়ারাপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), উপজেলার রাজাহার ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নুরনবী মহুরী (৫৭) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের মোক্ছেদ মিয়ার ১৯ দিনের শিশু পুত্র পরাগ মিয়া।

স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে আসা একটি ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। খলসী এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।



banner close
banner close