শেরপুরের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল মিয়া (৪২)কে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১২ আগস্ট সকালে র্যাব-১৪, সিপিসি-১-এর একটি দল শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বাবুল মিয়া ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে যৌথবাহিনী তার স্ত্রীকেও বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছিল।
র্যাব জানায়, বাবুল মিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারের পর স্থানীয়দের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বাবুল মিয়ার বিরুদ্ধে দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল, ফলে স্থানীয়রা তার ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল। এর আগে অন্তত ১০ বার থানা ও ডিবি পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করেও তার হামলায় আহত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, “আলোচিত সন্ত্রাসী বাবুল মিয়াকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
আরও পড়ুন:








