ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি দখলকে কেন্দ্র করে বাবাকে রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে হবিগঞ্জ থেকে ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯ মঙ্গলবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার বিবরণ অনুযায়ী, নাসিরনগর উপজেলার তারাউল্লা এলাকার মো. ধনু মিয়ার দুই স্ত্রীর সংসার রয়েছে। তার প্রথম স্ত্রী থেকে ৫ ছেলে ও ১ মেয়ে, আর দ্বিতীয় স্ত্রী থেকে ২ ছেলে ও ৩ মেয়ে। ধনু মিয়া আলাদাভাবে দুই পক্ষের ছেলেদের জন্য বাড়ি করেছেন।
প্রথম পক্ষের ছেলেদের জমির অংশ বুঝিয়ে দেওয়ার পরও অভিযুক্তরা আরও জমির দলিল নিতে চাপ প্রয়োগ করছিল। এতে রাজি না হওয়ায় গত ২৬ জুলাই সকাল ১০টায় স্থানীয় মসজিদের সামনে ধনু মিয়াকে দা দিয়ে হাত, পা ও বুকে আঘাত করে তার প্রথম পক্ষের ছেলেরা।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ধনু মিয়াকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় তিনি নাসিরনগর থানায় মামলা করেন।
ঘটনার পর র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়া (৩০) কে গ্রেপ্তার করে। মাসুক মিয়া ধনু মিয়ারের প্রথম পক্ষের ছেলে।
র্যাব জানায়, আসামিকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








