শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় সাংবাদিক অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৪:৩০

আপডেট: ১২ আগস্ট, ২০২৫ ২১:০৫

শেয়ার

আশুলিয়ায় সাংবাদিক অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২
ছবি সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ছায়া কাটতে না কাটতেই আশুলিয়ায় বেসরকারি টেলিভিশন ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন জানিয়েছেন, সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার বাইপাইলে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

হামলার শিকার জাহিদুল ইসলাম অনিক জানান, গতকাল রাতে একটি অনুসন্ধানী প্রতিবেদন শেষ করে একটি চায়ের দোকানে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে দু’জন তার পথের অপেক্ষায় ছিল। বাসায় ফেরার সময় বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে একটি প্রাইভেটকারে আরও চারজন উপস্থিত ছিল। তারা দেশীয় অস্ত্র নিয়ে তাকে হামলা করে প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। মোটরসাইকেল স্টার্ট না হওয়ায় দু’জন সেখানে আটকা পড়ে।

তিনি আরও জানান, তার অনুসন্ধান ছিল ফার্মেসির আড়ালে মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির বিষয় নিয়ে। এর কারণে তাকে টার্গেট করা হয়। হামলাকারীরা পরিকল্পনা করে অপহরণ করতে চেয়েছিল। তারা আক্রমণের সময় ধারালো অস্ত্র ব্যবহার করলেও সেসব আঘাত লেগেনি।

আশুলিয়া থানার পরিদর্শক সফিকুল ইসলাম সুমন বলেন, "ঘটনার সংবাদ পেয়ে পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।"



banner close
banner close