মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মিজান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মিজান শেখ। তিনি পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে। পরদিন মিজানের স্ত্রী রহিমা বেগম শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাক করে কুষ্টিয়ার কুমারখালী থেকে নুরুল আমিন শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে।
গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবচরের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টুর বাড়ির ভেতর মাটি চাপা অবস্থায় মিজানের মরদেহ উদ্ধার করা হয়।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, “নিখোঁজের পর থেকেই আমরা অভিযান চালাচ্ছিলাম। তথ্য-প্রযুক্তির সহায়তায় নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে মাটি চাপা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








