শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১৩:৩৯

শেয়ার

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল বাবলু চন্দ্র রায় আহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত রয়েছেন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইফাত জানান, কনস্টেবল বাবুল চন্দ্র একটি মামলায় সাক্ষী দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার সিএমএম কোর্টে আজ ভোরে বাসে করে যাত্রাবাড়ীর কুতুবদিয়া চেকপোস্ট এলাকার সামনে নামেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী অতর্কিত হামলা করে তার বাম পায়ে ও হাতে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ও টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসি। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।



banner close
banner close