শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সুন্দরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ১২:৫০

শেয়ার

সুন্দরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
ছবি বাংলা এডিশন

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্করের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, উপজেলা আইসিটি অফিসার কৃঞ্চ চন্দ্র রায়, গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন বুলু, সুদীপ্ত শামীম, সফল উদ্যোক্তা জিয়াউর রহমান সরকার রয়েল, বায়োগ্যাস উদ্যোক্তা জয়দেব কুমার সরকার ও সংগঠক ফজিলা বেগম প্রমুখ।

শেষে স্থানীয় উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে, একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, যুব সমাজ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। দক্ষতা, সততা ও প্রযুক্তির সমন্বয়ে যুবরা স্বনির্ভর হয়ে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বক্তারা আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি, কর্মস্পৃহা ও ইতিবাচক মনোভাব কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এজন্য প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি জ্ঞান এবং সৃজনশীল চিন্তার বিকাশ।



banner close
banner close