শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ঠাকুরগাঁওয়ে মাদকসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ২০:৪৬

আপডেট: ১২ আগস্ট, ২০২৫ ২১:১৮

শেয়ার

ঠাকুরগাঁওয়ে মাদকসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আটক
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২ হাজার টাকা নগদ ও দুটি মোবাইল ফোনসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মহেষপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী অভিযানের পর সেলিম রেজাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক সেলিম রেজা মহেষপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে এবং গণঅভ্যুত্থানের গেজেটে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযানে নামে। এ সময় সেলিমের কাছ থেকে ফেন্সিডিল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্থানীয়দের বরাতে সেনাবাহিনী জানিয়েছে, জুলাই যোদ্ধার পরিচয় ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন সেলিম রেজা। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের অভিযান ঠাকুরগাঁও জেলায় অব্যাহত থাকবে।



banner close
banner close