শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

মৌলভীবাজারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুই নারীর সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ২০:৫৪

শেয়ার

মৌলভীবাজারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুই নারীর সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত

মৌলভীবাজার থেকে প্রকাশিত সংবাদ অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রবাসী মানবাধিকার কর্মী ও হোপস ডোর বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন শামিমুন নাহার এবং নারী ও মানবাধিকার কর্মী ফৌজিয়া হাসান সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেন।

শামিমুন নাহার জানান, প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতারক চক্র তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে দুই শতাধিক মামলা করা হয়েছে। পাশাপাশি একাধিকবার প্রাণনাশের চেষ্টাও চালানো হয়েছে। তার বড় ছেলেকে বিদেশ থেকে দেশে ফেরার পর হত্যার নির্দেশ দেওয়া হয়। তিনি দ্রুত ন্যায় বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২০২০ সালের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় মৌলভীবাজারের এক নারী উমায়রা ইসলাম ইমার সঙ্গে। উমায়রা ইসলাম ইমা তাকে মৌলভীবাজারে নিয়ে গিয়ে জোরপূর্বক বিপুল পরিমাণ কেনাকাটা করিয়ে এবং হুমকি প্রদর্শন করে অর্থনৈতিক ক্ষতি করেছে। পাশাপাশি তার বাবার ঢাকার তিনটি বাড়ি ও দোকানসহ প্রায় পাঁচশ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের জন্য ষড়যন্ত্র চলছে। এতে ছোট বোনের স্বামী এবং প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শামিমুন নাহার বলেন, ২০২২ সালে তার আমেরিকায় জন্ম নেওয়া বড় ছেলে সাফায়েত ফরাইজিকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি অভিযোগ করেন, এসব ষড়যন্ত্র ও মামলা দিয়ে তাদের মানসিক, শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

দ্বিতীয় ভুক্তভোগী নারী মানবাধিকারকর্মী ফৌজিয়া হাসানও এই অভিযোগের সত্যতা নিশ্চিত করে দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।



banner close
banner close