শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেরপুর আদালতের সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছেন। দীর্ঘ সাত বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটি আয়োজনের প্রস্তুতি চলাকালীন এই সিদ্ধান্তে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও চাপ দেখা দিয়েছে।
১১ আগস্ট সোমবার দুপুর ২টায় এই স্থগিতাদেশ জারি করা হয়। আদালত সূত্রে জানা যায়, আগের দিন রবিবার এক অন্য মামলা দায়ের করেন সাইফুল ইসলাম স্বপন ও হাসেম আহাম্মেদ ছিদ্দিকি। মামলার শুনানি করেন বিএনপি নেতা ও প্রধান আইনজীবী আখতারুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক এড. সিরাজুল ইসলাম, বিশেষ পিপি এড. রুবি এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আতাহার আলী।
বাদীপক্ষ অভিযোগ করেছেন, চেম্বারের ভোটার তালিকায় অসঙ্গতি রয়েছে; অনেক ভোটারের নাম ভুয়া এবং একই নামে একাধিক ভোটার অন্তর্ভুক্ত আছে। আদালত এই অভিযোগ গম্ভীরভাবে বিবেচনা করে ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন।
অতীতে সাত বছর ধরে স্থগিত থাকা এই নির্বাচনের জন্য আগামী ২২ আগস্ট নির্বাচন স্থগিত হওয়ায় সংশ্লিষ্টরা হতাশা প্রকাশ করছেন। একই সঙ্গে চেম্বার সভাপতি আরিফ হোসেন, সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার এড. মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক এড. এম মোরাদুজ্জামানকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন স্থগিত হওয়ায় ব্যবসায়ী সমাজ ও ভোটারদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন:








