ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার প্রস্তুতের দায়ে জনপ্রিয় রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ আগস্ট) দুপুরে শহরের পাইকপাড়ায় অবস্থিত রেস্টুরেন্টটিতে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানের সময় রেস্টুরেন্টটির রান্নাঘর ও স্টোররুমের অবস্থা ছিল নোংরা ও এলোমেলো। খাদ্যসামগ্রী অপরিচ্ছন্নভাবে সংরক্ষণ, ড্রেস কোড ও গ্লাভস ছাড়া খাবার প্রস্তুত, এবং স্বাস্থ্যসম্মত পদ্ধতির ঘাটতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এ কারণে ভোক্তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, জেলা প্রশাসকের তত্ত্বাবধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এ তদারকি কার্যক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও প্রদান করা হয়।
এ সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








