চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই দুপুরে সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের মো. আব্দুর ছাত্তার (৫৫) তার লাল রঙের HERO HF Deluxe 100cc মোটরসাইকেলটি বাড়ির গেটের সামনে রেখে ঘরে প্রবেশ করেন। বিকেলে তার স্ত্রী ছাদে কাপড় শুকাতে গিয়ে দেখতে পান মোটরসাইকেলটি নেই। পরে বাদী থানায় লিখিত অভিযোগ দিলে সদর মডেল থানায় মামলা (নং-৩৯, ধারা ৩৭৯ পেনাল কোড) রুজু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরেন্দ্রনাথ দেবদাশ বিভিন্ন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একইদিন গভীর রাতে গোমস্তাপুরের শুক্রাবাড়ী মুক্তাগাতি ক্লাব এলাকায় জনতার সহায়তায় দুই যুবক—মো. সোহেল রানা (২৩) ও মো. শিহাব (২১)-কে আটক করেন। পরদিন আদালতের মাধ্যমে তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জবানবন্দিতে আসামি সোহেল রানা জানান, চুরির সাথে তাদের সহযোগী মো. রাহাত আলী (২৮)-এর বাড়িতে একাধিক চোরাই মোটরসাইকেল মজুত রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত ১০ আগস্ট পুলিশ রাহাত আলীকে তার বাড়ি থেকে আটক করে। পরবর্তীতে রাহাতের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি মোহাম্মদ আলী (২২)-এর বাড়ি থেকে বাদীর মোটরসাইকেলসহ মোট ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—
১. HERO HF Deluxe 100cc (বাদীর মোটরসাইকেল) – মূল্য ১,১২,০০০ টাকা।
২. রেজিঃ বিহীন HERO HONDA Splender 100cc – মূল্য ৮০,০০০ টাকা।
৩. রেজিঃ বিহীন HERO HF Deluxe 100cc – মূল্য ৭০,০০০ টাকা।
৪. রেজিঃ বিহীন HERO Glamour 125cc – মূল্য ৮০,০০০ টাকা।
৫. HERO HONDA CD Deluxe 100cc (রেজিঃ নওয়াবগঞ্জ হ-১৩-০২৭৪) – মূল্য ৭০,০০০ টাকা।
৬. রেজিঃ বিহীন DISCOVER 125cc – মূল্য ৮০,০০০ টাকা।
৭. রেজিঃ বিহীন HERO HF Deluxe 100cc – মূল্য ৭০,০০০ টাকা।
৮. রেজিঃ বিহীন HERO Glamour 125cc – মূল্য ৭০,০০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ মতিউর রহমান বলেছেন, গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামি মোহাম্মদ আলীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো আদালতের মাধ্যমে বৈধ মালিকদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:








