শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

মাধবপুরে ভোগান্তির শেষ নেই, জরাজীর্ণ সড়ক সংস্কারের অপেক্ষায় হাজারো মানুষ

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ১৪:২১

শেয়ার

মাধবপুরে ভোগান্তির শেষ নেই, জরাজীর্ণ সড়ক সংস্কারের অপেক্ষায় হাজারো মানুষ
ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা প্রতিদিনই এসব সড়কে চরম ভোগান্তি পোহাচ্ছেন। সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে জগদীশপুর থেকে শাহজিবাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়ক।

ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত এই সড়কের দুই পাশে গড়ে উঠেছে বহু শিল্পকারখানা। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করলেও সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ ও হাঁটুপানির কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছোট যানবাহন, বিশেষ করে রিকশা, ভ্যান, অটোরিকশা প্রায় অচল হয়ে পড়েছে। দুর্ঘটনা, বাড়তি ভাড়া ও পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়রা জানান, দুই বছর ধরে সড়কটির অবস্থা নাজুক হয়ে আছে। জগদীশপুর বাজারের সাবেক ইউপি সদস্য নারায়ণ কর্মকার বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ পুরনো সড়ক। হবিগঞ্জে যোগাযোগের জন্য এটাই একমাত্র পথ। প্রশস্ততা ও সংস্কার দুটোই জরুরি।”

জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের নুরুল্লাহ ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীরা কষ্ট করে আসছে। রাস্তা দেখে মনে হয় পুকুর। দুর্ঘটনাও ঘটছে।”

জগদীশপুর সড়কের মতো মনতলা, কমলপুর, শাহপুর,শাহনুর মাজার এবং হরষপুর–সুলতানপুর সড়কগুলোর অবস্থাও ভয়াবহ। তেলিয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য সাইমন মুর্মু জানান, প্রায় ১০ বছর আগে পাকা করা হলেও এখন প্রলেপ উঠে গেছে, চলাচল দুরূহ।

এ বিষয়ে মাধবপুর এলজিইডির প্রকৌশলী রেজাউল নবী বলেন, “জগদীশপুরসহ কয়েকটি সড়ক মেরামতের জন্য প্রকল্প পাঠানো হয়েছে।”



banner close
banner close